ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

‘জয় বাংলা’ বলেই ট্রাকে আগুন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ১০:৪৯ পিএম
কুষ্টিয়ায় ট্রাকে আগুন দেওয়ার আগ মুহুর্তের ছবি। ছবি- সংগৃহীত

কুষ্টিয়ার আড়ুয়াপাড়া এলাকায় দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দিয়েছে। রোববার (১৬ নভেম্বর) এই ঘটনা জানাজানি হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনের চাকায় দুই যুবক আগুন ধরিয়ে দেন। তাদের একজন মাথায় হেলমেট পরেছিলেন। আগুন দেওয়ার পর একজন ‘জয় বাংলা’ স্লোগান দেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘খোঁজ নিয়ে জানা গেছে, রাতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের চাকায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ওই সময় গাড়ির ভিতরে চালক ও সহকারী ঘুমাচ্ছিল। তারা আগুন টের পেয়ে তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলেছেন।’

ওসি আরও জানান, ‘কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে।’