ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মাগুরা-২: বিএনপি ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলের বিদ্রোহ

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ১০:৫১ পিএম

মাগুরা-২ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতাকর্মী। 

রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে মহম্মদপুর উপজেলার আউনাড়া বাজার এলাকায় তারা এ বিক্ষোভ করেন।

নেতাকর্মীরা অভিযোগ করেন, ঘোষিত তালিকায় সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তাদের দাবি, তার মনোনয়ন বাতিল করে কাজী কামালকে প্রার্থী করা উচিত। এ দাবিতে তারা বিক্ষোভ মিছিল বের করেন এবং কাজী কামালের ছবি সম্বলিত প্ল্যাকার্ডও প্রদর্শন করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মীর মধ্যে মনোনয়ন নিয়ে অসন্তোষ রয়েছে। বিক্ষোভকারীরা আউনাড়া বাজার থেকে মিছিল শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশ করেন। এ সময় তারা ‘মনোনয়ন পরিবর্তন চাই’ ও ‘তৃণমূলের মতামতের মূল্য দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন মহম্মদপুর থানার তদন্ত ওসি খায়রুল ইসলাম। 

তিনি বলেন, ‘আমরা সতর্ক অবস্থানে আছি, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।’