ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মিরপুরে রেস্তোরাঁয় ডিজে পার্টিতে সাঁড়াশি অভিযান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০১:০০ এএম

ঢাকার মিরপুরে একটি রেস্তোরাঁয় গভীর রাতে ডিজে পার্টি চলছে এমন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানাঠ পুলিশ ও মিরপুর আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা সেখানে যৌথ অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করেছেন। গত শনিবার দিবাগত ভোররাত ৩টার দিকে রাইনখোলা কমার্স কলেজ সড়কের ‘বার্গার কুইন’ রেস্তোরাঁয় এ অভিযান চালানো হয়।

গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, যৌথ অভিযানে রেস্তোরাঁ থেকে ২১ জন পুরুষ ও ১০ জন নারীকে আটক করা হয়। পরে সেনাবাহিনী আটক নারীদের তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। আর ২১ জন পুরুষকে থানায় নিয়ে আসে পুলিশ।

ছিনতাই-চুরি রোধে পৃথক অভিযান :

মিরপুর মডেল থানার পুলিশ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় ছিনতাই ও চুরি রোধে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়। এ ছাড়া আগামী ১৭ নভেম্বর নিষিদ্ধ একটি সংগঠনের ঘোষিত ‘শাটডাউন’ কর্মসূচি সামনে রেখে নাশকতা বা মিছিলের পরিকল্পনা থাকতে পারেÑ এমন আশঙ্কায় পুলিশ থানা এলাকায় বিশেষ নজরদারি চালায়। এ অভিযানে আরও আটজন সন্দেহভাজনকে আটক করা হয়।