ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০২:২১ এএম

দক্ষিণ পাকিস্তানের একটি আতশবাজির কারখানায় শনিবার ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, সিন্ধ প্রদেশের হায়দরাবাদ শহরে আতশবাজি প্রস্তুতের একটি ভবন ধসে পড়ে ঘন ধোঁয়ার কু-লী আকাশে উঠছে। শহরের পুলিশ জানিয়েছেন, উদ্ধারকারীরা নিহত ও আহতদের হাসপাতালে নিয়ে গেছে। তিনি বলেন, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সেখানকার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে কারখানাটির আতশবাজি উৎপাদনের অনুমতি ছিল কি না এবং তারা নিরাপত্তাবিধি মেনে চলছিল কি না। পাকিস্তানে আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা প্রায়ই ঘটে। গত আগস্টে করাচির একটি আতশবাজি সংরক্ষণস্থলে বিস্ফোরণে পাঁচজন নিহত হয়। পাকিস্তানের সংবাদপত্র ডন জানিয়েছে, শনিবার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এরপর কারখানাটির ধ্বংসাবশেষ থেকে ওই দিন রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা সাতজনে দাঁড়ায়। রোববার দেশটির জরুরি পরিষেবার কর্মকর্তারা ডনকে নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন।

ভারী বৃষ্টিপাতের ফলে গাজায় অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্লাবিত হয়েছে, মানবিক পরিস্থিতির অবনতি ঘটেছে খান ইউনিস, গাজা - ১৫ নভেম্বর: গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়া এবং এখন খান ইউনিসের মাওয়াসি এলাকায় বসবাসকারী বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ১৫ নভেম্বর, ২০২৫ তারিখে ভারী বৃষ্টিপাত এবং ঠান্ডা আবহাওয়ার কারণে কঠিন দিন পার করছেন। যেসব পরিবারের তাঁবু প্লাবিত হয়েছে তারা বৃষ্টির ফলে তৈরি জলের পুকুরের মধ্যে বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। কিছু ফিলিস্তিনি সম্পূর্ণরূপে ডুবে যাওয়া রাস্তাগুলিতে চলাচলের জন্য গাধার গাড়ি ব্যবহার করে, অন্যদিকে শিশুরা তাঁবুর মাঝখানে বৃষ্টিতে ভরা জায়গা দিয়ে হেঁটে যেতে বাধ্য হয়। (ছবি আবেদ রহিম খতিব/আনাদোলুর লেখা, গেটি ইমেজের মাধ্যমে)