ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

জাহানারার অভিযোগ

অনিয়ম খুঁজে পায়নি ক্রিকেট বোর্ড

মাঠে ময়দানে প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০২:১৩ এএম

জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগের পর দেশের ক্রিকেটে তোলপাড় সৃষ্টি হয়। নারী ক্রিকেট নিয়ে সম্প্রতি উঠে আসা বিভিন্ন অভিযোগের মধ্যে একটি ছিল- অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়ম। যার স্বপক্ষে কোনো প্রমাণ পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সেখানে তারা কোনো অনিয়ম পায়নি। গত ১৭ সেপ্টেম্বর অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়ম নিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য বিসিবিকে চিঠি দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ওই সময়ে চিঠি পেলেও বিসিবি সংশ্লিষ্ট প্রতিটি বিভাগ নির্বাচনি কার্যক্রমে ব্যস্ত ছিল।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির নতুন কমিটি। এরপর বিবৃতিতে বিসিবি জানিয়েছে, চিঠিটি পেলেও বোর্ডের সর্বশেষ নির্বাচন-পূর্ব ও তৎপরবর্তী জটিলতায় তদন্ত সম্ভব হয়নি। তবে নতুন বোর্ড গঠনের পর অভিযোগ পর্যালোচনা করে তারা কোনো অনিয়ম পায়নি। সংশ্লিষ্ট ডকুমেন্ট পর্যালোচনা করেছে বিসিবি। যেখানে অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়মের প্রমাণ মেলেনি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি বলছে, রিয়া আক্তার শিখা এনএসসি নির্বাহী পরিচালকের কাছে দেওয়া অভিযোগের বিষয়গুলো সাবেক অধিনায়ক জাহানারা আলমের এক সাক্ষাৎকারে উত্থাপিত অভিযোগসমূহ পর্যালোচনার জন্য গঠিত পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটির সামনে উপস্থাপনের প্রক্রিয়ায় রয়েছে।