হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাবের খেলোয়াড়রা এবারও অংশ গ্রহণ করতে যাচ্ছে একসঙ্গে দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায়। ১-৫ ডিসেম্বর আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে নেপাল শহরে এবং নেপাল থেকে ঘুরে এসে হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাবের কোচ বাবুল আহমেদ রুবেল ৪ জন খেলোয়াড় নিয়ে ১৭ ডিসেম্বর রওনা দেবেন হংকংয়ে আরেকটি আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নিতে। নেপালের প্রতিযোগিতায় অংশ নেবেন খেলোয়াড়Ñ গাউছ মিয়া, হামিদুর রহমান রাকিব, মো. ইমরান ও রাসেল এবং কোচ হিসেবে থাকবেন বাবুল আহমেদ রুবেল। এরপর কোচ রুবেল গাউছ, ইমরান. রাসেল ও রাকিবকে নিয়ে হংকং যাবেন। আসন্ন প্রতিযোগিতা প্রসঙ্গে রুবেল বলেন, ‘গত ডিসেম্বরে আমিসহ আমার ছাত্র গাউছ মিয়া হংকংয়ে একই প্রতিযোগিতায় আমি নিজে ৫২ কেজিতে খেলেছিলাম। এবার আবারও ৫১ কেজিতে খেলব, গাউছ ৭০ কেজি ওজন, ইমরান ৫৪ কেজি ওজন, রাসেল ৬০ কেজি ওজন, রাকিব ৫৭ কেজি ওজনে খেলবে। আশা করি, এবার আমরা ভালো ক্যাম্প করছি। আমরা আন্তর্জাতিক দুইটা খেলায় ভালো রেজাল্ট করব। ডিসেম্বরে একসঙ্গে দুইটা খেলায় অংশ করতে পেরে আমি একজন মার্শাল আর্ট প্রশিক্ষক হিসেবে গর্ববোধ করছি। আমার খেলোয়াড়দের সঙ্গে নেপাল যাচ্ছি কোচ হিসেবে, আবার হংকং যাচ্ছি খেলোয়াড় হিসেবে।’ কোচ রুবেল আরও বলেন, ‘আমাদের হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাবের অনেক খেলোয়াড় আগেও আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায় আরব আমিরাতের দুবাই, মালেয়েশিয়া, সৌদি আরব, হংকং, ভারত, আমেরিকা, কাজাকিস্তান, চায়না, মংগলিয়া, থাইল্যান্ড, বিভিন্ন দেশে গিয়েছেন। আমরা আগামীতে হবিগঞ্জ এবং বাংলাদেশর সম্মান বয়ে আনবো ইনশাআল্লাহ।’

