ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

র‍্যাবের ‍উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, গৃহবধূ গুলিবিদ্ধ

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ১২:৫৮ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‌্যাবের নজরধারী টের পেয়ে প্রকাশ্যে গুলি চালিয়েছে কথিত সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী জাহিদ ও তার সহযোগীরা। তাদের গুলিতে রান্নাঘরে কাজ করা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন জবা আক্তার (২২) নামে এক গৃহবধূ। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে ফতুল্লার মাসদাইর বালুটমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাহিদকে গ্রেপ্তার করতে র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল রোববার বিকেলে মাসদাইরের গাইবান্ধা বাজার এলাকায় যায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে জাহিদ ও তার সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে। এ সময় একটি গুলি গিয়ে লাগে স্থানীয় বাসিন্দা জবা আক্তারের বুকে। তিনি তখন রান্নাঘরে ছিলেন।

জবা আক্তারের স্বামী রহিম উদ্দিন বলেন, হঠাৎ গুলি এসে স্ত্রীর বুকে লাগে। কোথা থেকে গুলি এল বুঝতে পারিনি।

এর আগের দিন শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় একই এলাকায় নাসিক ১৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান পারভেজকে ছুরিকাঘাত ও গুলি করার অভিযোগ রয়েছে জাহিদদের বিরুদ্ধে। ওই ঘটনার পর থেকেই তাকে ধরতে র‌্যাব ও পুলিশ তৎপর ছিল।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক–সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, পারভেজকে কুপিয়ে গুরুতর আহত করে জাহিদরা। তাকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এর পর থেকেই তাকে ধরতে অভিযান চলছে। আজ তার গুলিতে এক নারী আহত হয়েছেন।