ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

ঢাকা, সিটি ও আইডিয়াল কলেজে সংঘাত এড়াতে শান্তি কমিটি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০১:০১ এএম

রাজধানীর সায়েন্সল্যাব-সংলগ্ন এলাকায় অবস্থিত ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সম্ভাব্য সংঘাত ঠেকাতে ৯ সদস্যের একটি শান্তি কমিটি গঠন করা হয়েছে।

গতকাল রোববার সকালে ঢাকা কলেজের আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে পুলিশের উদ্যোগে তিন কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত মিলনমেলায় এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে তিন কলেজের তিনজন শিক্ষক, তিনজন ছাত্র প্রতিনিধি এবং ধানমন্ডি, কলাবাগান ও নিউমার্কেট থানার তিনজন প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন।

মিলনমেলায় ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম। বিশেষ অতিথি ছিলেন সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নেওয়ামুল হক এবং আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজওয়ানুল হক। সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সংঘর্ষের খবর সবাইকে আতঙ্কিত করে তোলে। তবে এই মিলনমেলা প্রমাণ করেছে, শিক্ষার্থীরা ভবিষ্যতে আর কোনো সংঘর্ষে জড়াবে না।’ তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে যেকোনো সংঘাত বা উত্তেজনা দেখা দিলে এই কমিটি দ্রুত সমাধানে কাজ করবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেবে।’ তিনি শিক্ষার্থীদের পরস্পরের প্রতি সহানুভূতি ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।