ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

বিদেশি রিভলবারসহ মোহাম্মদপুর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০১:১৪ এএম

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি রিভলবারসহ ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হেজবুল আলম রাজুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রোববার (১৬ নভেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-২।

তিনি মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 

র‌্যাব-২–এর আভিযানিক দল রাতে আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে বিদেশি রিভলবারসহ ধরে।

এদিকে সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার কথা রয়েছে। রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। রায়কে কেন্দ্র করে রাজধানী ও আশপাশের জেলায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।