ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মহাখালীতে ককটেল বিস্ফোরণ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ১০:৫৫ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১০টার দিকে দুর্বৃত্তরা মহাখালীর আমতলী এলাকায় রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাসেল সারোয়ার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আমরা এই এলাকার নিরাপত্তা জোরদার করেছি।’