রাজধানীর বাংলামোটর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাংলামোটর মোড়ে হঠাৎ করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কে বা কারা ককটেলটি নিক্ষেপ করেছে তা দেখা যায়নি। বিস্ফোরণের ঘটনার পরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে।
এর আগে, রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের মেট্রো রেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


