রাজধানীর শ্যামপুর এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার পর রাজধানীর শ্যামপুরে ফ্লাইওভারের ওপর থেকে দুটি স্থানে তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কে বা কারা ককটেলটি নিক্ষেপ করেছে তা দেখা যায়নি। বিস্ফোরণের ঘটনার পরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে।
এর আগে, বাংলামোটর মোড়ে হঠাৎ করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কে বা কারা ককটেলটি নিক্ষেপ করেছে তা দেখা যায়নি। বিস্ফোরণের ঘটনার পরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে।


