ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

অনলাইন হয়রানির বিরুদ্ধে ফিফার কঠোর অভিযান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৭:৪৯ পিএম
ফিফা সভাপতি। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক সহনশীলতা দিবস উপলক্ষে ফিফা জানিয়েছে, খেলোয়াড় ও কর্মকর্তাদের উদ্দেশ্যে অনলাইনে প্রকাশিত অপমানজনক ও হুমকিপূর্ণ কনটেন্টের বিরুদ্ধে ফিফার পদক্ষেপ আরও জোরদার করা হয়েছে।

এই বছরের শুরু থেকে ফিফার সোশ্যাল মিডিয়া প্রোটেকশন সার্ভিস (এসএমপিসি) ৩০,০০০-এর বেশি অপমানজনক পোস্ট শনাক্ত করে প্ল্যাটফর্মগুলোর কাছে রিপোর্ট করেছে। ২০২২ সালে এই টুল চালু হওয়ার পর থেকে মোট ৬৫,০০০-এর বেশি কনটেন্ট এইভাবে নজরে এসেছে।

২০২৫ সালে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, পোল্যান্ড, স্পেন, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রে মোট ১১ জনকে ফিফা প্রতিযোগিতার সময় অনলাইনে অপমানজনক আচরণের জন্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠানো হয়েছে, যার মধ্যে একটি মামলা ইন্টারপোলের কাছে প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট জাতীয় ফেডারেশনগুলোকে স্থানীয় পর্যায়ে পরবর্তী পদক্ষেপের জন্য সতর্ক করা হয়েছে।

ফিফা জানিয়েছে, অত্যন্ত অপমানজনক আচরণের জন্য শনাক্ত ব্যক্তিদের ব্ল্যাকলিস্ট করা হচ্ছে, যাতে তারা ভবিষ্যতে ফিফার টুর্নামেন্ট বা ইভেন্টের টিকেট কিনতে না পারে।

এই সার্ভিসটি চলতি বছরে বিভিন্ন প্রতিযোগিতায় মোতায়েন করা হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রথম ৩২টিম ক্লাব ওয়ার্ল্ড কাপও অন্তর্ভুক্ত।

ওই টুর্নামেন্টে এসএমপিসি ৫টি প্ল্যাটফর্মে ২,৪০১টি সক্রিয় অ্যাকাউন্ট মনিটর করেছে, ৫.৯ মিলিয়ন পোস্ট বিশ্লেষণ করেছে, ১,৭৯,৫১৭টি পোস্ট পর্যালোচনার জন্য ফ্ল্যাগ করেছে এবং ২০,৫৮৭টি পোস্ট প্ল্যাটফর্মের কাছে রিপোর্ট করা হয়েছে।

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্টিনো বলেন, ফুটবল হতে হবে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক—পিচে, স্ট্যান্ডে এবং অনলাইনে।

আমাদের বার্তা স্পষ্ট, অপমানের জন্য ফুটবলে কোনো স্থান নেই। আমরা আমাদের সদস্য সংস্থা, কনফেডারেশন এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করে অপরাধীদের দায়ের আওতায় আনব।