ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

মেলবোর্ন স্টারসের বিপক্ষে রেনেগেডসের জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৪:২০ পিএম
ছবি: সংগৃহীত

ওভালে অনুষ্ঠিত ওয়াবল ডার্বির হাই-ভোল্টেজ ম্যাচে শেষ মুহূর্তের চরম নাটকীয়তায় মেলবোর্ন স্টারসকে ৪ উইকেটে হারাল মেলবোর্ন রেনেগেডস। এই জয়ের ফলে তারা পয়েন্ট টেবিলে নিজেদের দ্বিতীয় স্থানটি আরও পোক্ত করল।

১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রেনেগেডস একসময় কঠিন চাপের মুখে পড়েছিল। দলের পক্ষে ওপেনার কোর্টনি ওয়েব (৩৭) এবং সোফি মোলিনিউক্স (৩২) ভালো সূচনা এনে দিলেও, শেষ চার ওভারে রানের প্রয়োজনীয়তা বেড়ে যায়।

ডিন্ডিন ও জর্জিয়া ওয়্যারহ্যাম আউট হওয়ার পর চাপ আরও বাড়ে। ঠিক তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হন টেস ফ্লিন্টফফ। মাঠে এসে মাত্র ৯ বলে ১৭ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন ফ্লিন্টফফ।

দলীয় ১৯তম ওভারে অ্যানাবেল সাদারল্যান্ডকে ছয়, চার এবং পরপর আরও একটি চার মেরে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার এই স্মার্ট ব্যাটিংয়ে ভর করে রেনেগেডস শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখেই ১৪৬ রানের লক্ষ্যমাত্রা পূরণ করে জয় ছিনিয়ে নেয়।