ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

গাজীপুরে পেট্রোল বোমাসহ ২ যুবক গ্রেপ্তার 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৫:৩৫ পিএম
ছবি- সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে পেট্রোল ও পেট্রোল বোমা দিয়ে টঙ্গী এলাকায় যানবাহনে আগুন দেওয়ার উদ্দেশ্যে এলাকায় অবস্থান করার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার সময় মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন মুন্নু গেইটস্থ এমটি মটরস অ্যান্ড টায়ার গ্যালারির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর পায়চারি করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের দেহ তল্লাশি করে একজনের নিকট হতে ১টি পেট্রোল বোমা ও আরেক জনের নিকট হতে ১টি ৩৩০ এমএল মাম পানির বোতলভর্তি পেট্রোল উদ্ধার করা হয়।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) এস এম শফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, তুরাগ থানার হরিরামপুর (ভাটুলিয়া মহিলা মাদ্রাসাসংলগ্ন) এলাকার সুমন মিয়ার ছেলে মো. মবিন (২৫) এবং ফেনী জেলার সোনাগাজী থানার মো. দুলাল মিয়ার ছেলে আব্দুর রহিম ওরফে শরীফ (৩২)।

পুলিশ জানায় গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসা বাদে জানা যায়, তাদের সাথে অজ্ঞাতনামা আরও অনেক দুষ্কৃতকারী সংঘবদ্ধ হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে পেট্রোল ও পেট্রোল বোমা দিয়ে টঙ্গী এলাকায় যানবাহনে আগুন দেওয়ার চেষ্টা করছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উক্ত বিষয়ে গ্রেপ্তারকৃত আসামিসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।