চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঢালাইয়ের মিক্সার মেশিনবাহী ট্রলি উল্টে মোংলু আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার কারবালা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোংলু আলী শিবগঞ্জের মরদনা মহল্লার কসিমুদ্দিনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া।
তিনি বলেন, সকালে একটি ট্রলির সঙ্গে মিক্সার মেশিন যুক্ত করে কাজে যাচ্ছিলেন মোংলু আলীসহ আরও কয়েকজন শ্রমিক। কারবালা মোড়ে ট্রলিটির সামনের অংশ ভেঙে গিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই মারা যান মোংলু। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা মোংলুর মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



