‘আমাদের একটাই স্বপ্ন—গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় ঐক্যের বাংলাদেশ’ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। তিনি বলেন, ‘বিএনপি বিশ্বাস করে এ দেশ জনগণকে। এই রাষ্ট্র মানুষের অধিকার ও স্বাধীনতার প্রতিচ্ছবি। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে ন্যায়বিচার সবার জন্য সমান হবে, ভিন্নমতকে সম্মান করা হবে এবং গণতন্ত্রই হবে জনগণের প্রকৃত শক্তি।’
চট্টগ্রাম-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে নাগরিক সচেতনতা বৃদ্ধি ও কেন্দ্রভিত্তিক জনসংযোগের অংশ হিসেবে ৪২ নম্বর নাসিরাবাদ ওয়ার্ড যুবদলের উদ্যোগে খুলশী কলোনিতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুহাম্মদ শাহেদ অভিযোগ করে বলেন, ‘দেশবিরোধী একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ। আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন, না হলে পরিণতি আরও ভয়াবহ হবে।’ তিনি বলেন, আগামীর বাংলাদেশ তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে পরিচালিত হবে। পাশাপাশি তিনি যুবদল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান—প্রতিটি ঘরে ঘরে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা পৌঁছে দিয়ে আমীর খসরুকে বিপুল ভোটে বিজয়ী করতে।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি এস এম শাহ আলম রব এবং সঞ্চালনা করেন ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, ওয়ার্ড বিএনপির সদস্যসচিব ইব্রাহিম খলিল, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জহিরুল ইসলাম জহির, মহানগর বিদ্যুৎ শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রফিক, মুহাম্মদ কামাল, ইব্রাহিম খান প্রমুখ।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন: মহানগর যুবদল নেতা শাবাব ইয়াজদানী, কলিম উল্লাহ, মুহাম্মদ আলী, মুহাম্মদ মাহবুব, ইঞ্জিনিয়ার আফতাব, ইঞ্জিনিয়ার আহসান, শাহাব উদ্দিন, শফিউল বাশার শামু, সুজাত হোসেন সুজন, মাঈন উদ্দিন শাকিল, মুহাম্মদ উল্লাহ চৌধুরী রিটু, মোশারফ আরজু, মুহাম্মদ ইউসুফসহ পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহরিয়ার, শুভ রায়, মিনহাজুল হক মিনার, ওয়াহিদুল আলম সুমিত প্রমুখ।

