ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৩:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের মাটিতে ১৫ বছর পর টেস্ট জিতে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত এই টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের দেওয়া মাত্র ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় ভারত। ফলে ৩০ রানের ব্যবধানে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

প্রথম ইনিংসে জসপ্রীত বুমরাহর দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা মাত্র ১৫৯ রানে অলআউট হয়। জবাবে ভারত ১৮৯ রান করে, ফলে স্বাগতিকরা পায় ৩০ রানের লিড।

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা রবীন্দ্র জাদেজা ও কুলদ্বীপ যাদবের স্পিনে ১৫৩ রানে অলআউট হয়। দলের হয়ে একাই লড়াই করেন অধিনায়ক টেম্বা বাভুমা।

জবাবে ভারতের টপ অর্ডার কাবু হয় প্রোটিয়া স্পিনারদের সামনে। লোকেশ রাহুল ১, ধ্রুব জুরেল ১৩, ঋঝভ পন্থ ২ এবং দেবদত্ত জয়সওয়াল রান শুরু করার আগেই সাজঘরে ফেরেন।

মাঝে কিছুটা লড়াই দেখান ওয়াশিংটন সুন্দর (৩১) ও অক্ষর প্যাটেল (২৬), কিন্তু তারা দলের জন্য জয় তুলে ‍নিতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ভারত ৩৫ ওভারে মাত্র ৯৩ রানে অলআউট হয়। এতে করেই ৩০ রানের জয় পেয়ে যায় সফরকারীরা।

বল হতে দক্ষিণ আফ্রিকার সিমন হারমার ৪টি উইকেট নেন।