মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ দিন জামায়াতে ইসলামীসহ ৮ দল মাঠে থাকার ঘোষণা দিয়েছে।
রোববার (১৬ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, ‘আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারও ফ্যাসিবাদের পক্ষে কোনো নাশকতার সুযোগ জাতি দেবে না। আওয়ামী লীগ এ সুযোগ পাবে না। তাই আমরা আট দল মাঠে থাকব এবং জনগণের কাছে আমাদের অবস্থান স্পষ্ট করব।’
তিনি বলেন, এই কর্মসূচি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আট দল ইতোমধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য নেতা-নেত্রীরাও বলেন, প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষার আংশিক পূরণ হয়েছে। তবে আট দলের পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা দেশের সংবিধান, আইন এবং গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত রাখতে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য জনগণের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গণভোট ও নির্বাচনের প্রক্রিয়াকে স্বচ্ছ ও ন্যায্যভাবে পরিচালিত করতে সহায়তা করা।’
সংবাদ সম্মেলনে বলা হয়, এই কর্মসূচি কোনো ধরনের হিংসাত্মক কর্মকাণ্ডের প্ররোচনা নয়, বরং জনগণের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আগের দিনের বিভিন্ন কর্মসূচি পর্যবেক্ষণ করে আট দল সিদ্ধান্ত নিয়েছে যে, তারা শান্তিপূর্ণভাবে মাঠে থাকবে এবং তাদের বক্তব্য ও কর্মসূচি আইনসম্মতভাবে সম্পন্ন করবে।


