বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যকে ‘মিথ্যাচার’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম শনিবার (১৫ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়ে, যেখানে এক ব্যক্তিকে শিবির কর্মী হিসেবে দেখানো হয়। ওই ফটোকার্ডের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ কয়েকজন নেতা ‘ভিত্তিহীন’ বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ তোলে সংগঠনটি।
ছাত্রশিবিরের দাবি, সারা দেশে দলটির কর্মসূচিগুলোতে তাদের নেতাকর্মীরা সক্রিয় ছিলেন। কিন্তু বিএনপির কিছু নেতা শিবিরকে উদ্দেশ্য করে ‘উদ্ভট’ বক্তব্য দিচ্ছেন, যা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। বিবৃতিতে নিলুফার চৌধুরী মনির কিছু আগের মন্তব্যকেও ‘ভিত্তিহীন’ বলা হয়।
সংগঠনটি আরো অভিযোগ করে, নিজেদের রাজনৈতিক অবস্থান দুর্বল হওয়ায় বিএনপি নেতারা নিয়মিত শিবিরকে জড়িয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন।
বিবৃতিতে তারা বলেন, ছাত্রশিবিরকে নিয়ে মিথ্যা ন্যারেটিভ তৈরির চেষ্টা বন্ধ করতে হবে এবং দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে, নতুবা সংগঠনটি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে।

