দেশের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কার প্রয়োজন বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। শনিবার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর বিস অডিটোরিয়ামে ‘উইমেন ইন ডেমোক্রেসি’ আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
এনসিপির এ সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কার প্রয়োজন। দলগুলো শুধু নির্বাচন নিয়ে পড়ে থাকায় ছোটখাটো সংস্কারগুলো পিছিয়ে গেছে। সামান্তা শারমিন বলেন, রাজনৈতিক দলগুলোতে বড় কোনো পদে নারীরা স্থান পান না। বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া হলো অর্থ, অস্ত্র ও পেশিশক্তি ভিত্তিক। তাই রাজনীতিতে পুরুষরা অগ্রাধিকার পান। তিনি বলেন, প্রান্তিক কোনো মানুষকে আমরা টেনে আনতে পারছি না রাজনীতিতে। দেশে মোড় ঘুরিয়ে দেওয়া সিদ্ধান্তগুলোতে নারীরা স্থান পান না।

