ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

‘বিএনপি ক্ষমতায় এলে নারীদের সর্বোচ্চ অধিকার নিশ্চিত করা হবে’

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৯:৪৭ পিএম
বক্তব্য দেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। ছবি- রূপালী বাংলাদেশ

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী ও শিশু অধিকার সুরক্ষাকে বিএনপির অগ্রাধিকার হিসেবে তুলে ধরে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, ‘নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি প্রয়োজন সমন্বিত সামাজিক উদ্যোগ। বিএনপি ক্ষমতায় এলে নারীদের সর্বোচ্চ অধিকার নিশ্চিত করা হবে।’

শনিবার (১৫ নভেম্বর) বিকালে মাগুরা শহরের নোমানী ময়দানে আয়োজিত নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মা–বোনদের উদ্দেশে সেলিমা বেগম আরও বলেন, ‘আপনাদের একটি দল জান্নাতের টিকিট দিচ্ছে—তাদের খপ্পরে পড়বেন না। বিএনপি নারী ও শিশুবিষয়ক বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে।’ তিনি মাগুরা–১ আসনে ধানের শীষের প্রার্থী জনাব মনোয়ার হোসেন খানকে বিজয়ী করার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ–ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি অ্যাডভোকেট নওয়াজ হালিমা আরলী, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং মাগুরা–১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান।

বক্তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ন্যায্য অধিকার নিশ্চিত করাকে মাগুরা–১ আসনের নির্বাচনী অঙ্গীকার হিসেবে দেখা হবে। সভায় অংশগ্রহণকারীরা নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।