ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ভারতের দালালি করে দুটি দল আজ ধ্বংসের মুখে: রফিকুল ইসলাম খান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ১০:৪৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘ভারতের অতিরিক্ত দালালি করেছে যেসব দল, তাদের এখন ভরাডুবি হয়েছে।’

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশ তিনটি রাজনৈতিক দলের হাতে শাসিত হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টি নির্বাচিত না হয়ে ক্ষমতায় আসে; পরবর্তীতে একইভাবে ভারতের ওপর নির্ভর করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। বস্তুত দুটি দলই এখন ধ্বংসের মুখে। অন্যের দালালি করে বেশি দূর এগোনো যায় না; নিজেদের পায়ে দাঁড়াতেই হবে মন্তব্য করেন তিনি।

রফিকুল ইসলাম খান তার বক্তব্যে আরও বলেন, ‘অতীতে একটি দলের শাসনামলে বাংলাদেশ একাধিকবার বিশ্ব দুর্নীতির তালিকায় শীর্ষে উঠে আসেছিল। চাঁদাবাজি, সন্ত্রাস ও দুঃশাসনে মানুষ অতিষ্ঠ ছিল। জনগণ আর সেই পরিস্থিতি ফিরে দেখতে চায় না।’

তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় এলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি থাকবে না; মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দলকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এ জনসভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান আলো। বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, জামায়াত যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. লুৎফর রহমান এবং আয়োজক কমিটির সদস্য জুবায়ের মাহমুদ নাসিম।