রাজধানীর বেইলি রোডের কেএফসি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ৫ মিনিটে তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেখানে গিয়ে দেখা যায় আগুন ইতোমধ্যেই নিভে গেছে।
এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে রাজধানীর মিরপুর, হাতিরঝিল ও মৌচাক এলাকায় পরপর ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। তবে কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।


