ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

বললেন গোলাম পরওয়ার

গত তিনবারের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে দুর্ভোগ আসবে

খুলনা ব্যুরো
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ১২:৩১ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘এবারের নির্বাচন ১৪, ১৮ ও ২৪-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। প্রশাসনের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নিরপেক্ষ থাকুন। আগামী নির্বাচন স্বচ্ছ করুন। প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পেয়ে নির্বাচনি কাজ করতে পারে।’ গতকাল শনিবার খুলনা-৫ আসনের নির্বাচনি এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রায় খুলনার জিরো পয়েন্টের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জামায়াত নেতা বলেন, ‘অতীতে যারা কোনো বিশেষ দলের পক্ষে কাজ করেছে তারা সব পালিয়ে গেছে। প্রধান বিচারপতি, বায়তুল মোকাররমের খতিব, ডিআইজি পালিয়ে গেছে। ওসিরা চাকরি ছেড়ে বর্ডার দিয়ে ইন্ডিয়া চলে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না।’

নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা অতীতে ঘের দখল করেছে, মন্দির ভেঙেছে এবার জনগণ তাদের প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়ে শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথগ্রহণ করেছে।

তিনি বলেন, কর্তৃত্বববাদী সরকারের কালো যুগ পেরিয়ে আমরা আজ এক নতুন বাংলাদেশের পথে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। ৫৪ বছরে অনেক দল ও মার্কা দেখেছি। নৌকা, লাঙল, ধানের শীষ দেখেছি। প্রতিটি শাসনে দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, ক্ষুধা, দারিদ্র্য, অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা হয়নি। সুতরাং মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালিত হলে দেশে শান্তি আসতে পারে নাÑএটি প্রমাণিত। তাই আসুন আগামীতে কোরআনের রাষ্ট্র গড়ি।

তিনি আরও বলেন, সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত ও আধুনিক খুলনা গড়ে তোলার লক্ষ্যে সর্বস্তরের মানুষের কাছে পরিবর্তনের এ বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আজকের এই আয়োজন। সুখে-দুঃখে মানুষের কল্যাণে আমরা সব সময় আছি এবং দল-মতের ঊর্ধ্বে উঠে এ ভূমিকা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দীর্ঘ বছরের পর বছর ধরে আমাকে স্বাভাবিকভাবে কার্যক্রম করতে দেওয়া হয়নি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আমরা স্বাভাবিকভাবে কার্যক্রম করতে পারছি আলহামদুলিল্লাহ।