ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

আমি খোলামেলা নই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০১:৫৮ এএম

ঢালিউডের সোনালি যুগের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। যিনি তার অনন্য অভিনয়শৈলী এবং চরিত্রে আবেশের জন্য দর্শক ও সমালোচকদের সমানভাবে প্রশংসিত। চলচ্চিত্র জগতে এক স্মরণীয় অবস্থান তৈরি করেছেন। তার অভিনয়শৈলী, চরিত্রকে প্রাণবন্ত করার দক্ষতা এবং পর্দায় উপস্থিতির অনন্য ছাপ তাকে সব প্রজন্মের দর্শকদের হৃদয়ে অম্লান ছাপ রেখেছে। সম্প্রতি বাপ্পারাজ রাজধানীর এক অনুষ্ঠানে অংশ নিয়ে রূপালী বাংলাদেশের মুখোমুখি হয়ে কথা বলেছেন বিভিন্ন বিষয়ে।

এই অভিনেতা নিজের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তিনি সামাজিক মাধ্যমের ব্যবহার এবং ব্যক্তিগত জীবন নিয়ে নিজের স্পষ্ট দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন। এই অভিনেতা বলেন, ‘আমি আমার ব্যক্তিগত ইমোশন, নীতি; আদর্শ ফেসবুকে সবসময় শেয়ার করি না। কারণ আমি একটা স্ট্যান্ডার্ড মেইনটেন করি। অনেক সময় হয়তো পারিপার্শ্বিক অবস্থার জন্য আমরা স্ট্যান্ডার্ডারের নিচেও যাই, কিন্তু তারপরও একটা লেভেল মেইনটেন করি, ওর নিচে কখনো আমি যাই না।’

তিনি আরও বলেন, ‘আমি সবসময় খোলামেলা নই। সবকিছু নিয়ে আমাকে কথা বলতে হবে। আমার ব্যক্তিগত ইমোশন; আমার ধ্যান-ধারণা আমি সবসময় ফেসবুকে শেয়ার করি না। আজকাল তো মানুষ বেডরুমের ওয়াইফের সঙ্গে কি করে ওটা ফেসবুকে না দিলে পেটের ভাত হজম হয় না। কোথায় কি করল, এগুলো আমরা ফেসবুকে শেয়ার করি না।’

বাপ্পারাজ সামাজিক মাধ্যমে নিজের ভাবনা প্রকাশের ক্ষেত্রে স্পষ্টতা বজায় রাখতে চান। তিনি উল্লেখ করেছেন, মাঝে মাঝে তার কথাকে ভুলভাবে বোঝা হয় এবং অনেকে সেটিকে বাজে ব্যাখ্যা করেন। বাপ্পারাজ বলেন, ‘আমার মনের কথা আমি বলি ফেসবুকে। অনেক সময় অনেকে বোঝে না, ওটার একটা বাজে ব্যাখ্যা অনেকজন বের করে। যেমন সর্বশেষ আমি বলেছিলাম, আমাদের চলচ্চিত্রের একটা খারাপ সময় আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল, অনেকে এটাকে ভেবেছে আমি সালমানের কথা বলেছি, অনেকে ভেবেছে মান্নার কথা বলেছি। মূলত আমার এটা অভ্যাস না, আর আমার এটা শিক্ষা না।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি আমাদের ফ্যামিলির। যারা আমার আগে চলে গেছে, যারা এখনো আছে, সবাই আমরা ফ্যামিলি। কাউকে কখনো ছোট করার শিক্ষা আমাদের নাই। আমি কখনো করিও নাই। মানুষের বোঝার ভুল। কিন্তু আপনি যদি ভালো করে এটা আবার দেখেন, আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলিনি, আমি কিন্তু সময়টাকে বুঝিয়েছি। আমি কোনো ব্যক্তিকে উদ্দেশ করে বলিনি।’

সম্প্রতি বাপ্পারাজ শেষ করেছেন ‘বিদায়’ সিনেমার কাজ। দীর্ঘদিন পর নতুন সিনেমায় অভিনয় করেছেন এক সময়ের জনপ্রিয় এই নায়ক। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের এই সিনেমায় দেখা যাবে প্রার্থনা ফারদিন দীঘিকেও। দুই প্রজন্মের এই দুই তারকা প্রথমবার একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় করেছেন। নতুন বছর সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।