ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

হাজারীবাগে দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০১:৫৪ এএম
শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে পার্কিং করা বাসে আগুন

রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ রোডে শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রাত ১২টার দিকে কলেজের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে ঘটনায় কেউ আহত হয়নি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুষ্কৃতকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।