ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ১০:৫৬ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে সেখানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

শেরেবাংলা থানার ওসি ইমাউল হক বলেন, এডিবি ভবনের সামনের সড়কে বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, অপরাধীদের শনাক্তের চেষ্টা শুরু করেছে থানা পুলিশ।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চব্বিশের জুলাই আন্দোলন দমানোর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণাকে কেন্দ্র করে ‘কার্যক্রম নিষিদ্ধ’ দলটির কর্মসূচি ঘিরে গত কয়েকদিন থেকে বিক্ষিপ্তভাবে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।