ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

রংপুরে ব্যারিস্টার মঞ্জুম আলির পক্ষে পথসভা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ১০:৩০ পিএম
ব্যারিস্টার মঞ্জুম আলির পক্ষে পথসভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী। ছবি- রূপালী বাংলাদেশ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের রাজবল্লভ এলাকায় ব্যারিস্টার মঞ্জুম আলীর পক্ষে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পথসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় প্রধান অতিথি ছিলেন ৫ নং লক্ষ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী।

তিনি বলেন, আমার বড় ভাই ব্যারিস্টার মঞ্জুম আলী গঙ্গাচড়া উপজেলায় উল্লেখযোগ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আগামী নির্বাচনে রংপুর-১ আসনে তার বিকল্প নেই।

পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা ব্যারিস্টার মঞ্জুম আলীর উন্নয়ন দৃষ্টিভঙ্গি ও কর্মপ্রত্যয়ের কথা তুলে ধরে তাঁর পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।