বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী–২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় নগরীর নওদাপাড়া বাস টার্মিনাল থেকে প্রায় ৬ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি শুরু হয়। পুরো শহরজুড়ে বর্ণিল এই শোভাযাত্রায় প্রায় ছয় হাজার নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রাটি পুরো শহর প্রদক্ষিণ শেষে রাজশাহী মাদ্রাসা মাঠে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় গাড়ি থেকে রাস্তার দু'পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
তিনি বলেন, ‘এই আসনের জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সেসব সমস্যা সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে ইশতেহার প্রস্তুত করা হচ্ছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে এ আসনের বিগত ৫৫ বছরের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে এটিকে দেশের একটি মডেল আসন হিসেবে প্রতিষ্ঠা করা হবে।’ এ সময় নেতাকর্মীরা শোভাযাত্রা থেকে দাঁড়িপাল্লা প্রতীকের ফেস্টুন, পতাকা নিয়ে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন— ‘ইনশাআল্লাহ, জিতবে এবার দাঁড়িপাল্লা।’
শোভাযাত্রায় প্রার্থীর সঙ্গে অংশ নেন জামায়াতের রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মুহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগ সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



