ফরিদপুরের ভাঙ্গায় থানা ভাঙচুর ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুরসহ একাধিক মামলায় অভিযান পরিচালনা করে ২২ জনকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের কৈখালী, সুয়াদী, খাপুড়া, ব্রাহ্মণপাড়া, বড় মুচকুন্নি, দক্ষিণ চরকান্দা ও হোগলাকান্দীসহ বিভিন্ন গ্রামের বাসিন্দা আমিনুল মাতুব্বর (৩৫), মাসুদ রানা মাতুব্বর (৪৮), আবুল হোসেন (৪২), নুরু মোল্লা (৫৫), আজাদ চোকদার (২৯), উজ্জ্বল মিয়া (৩৯), রায়হান মাতুব্বর (৩০), কহিনুর হাওলাদার (৫৩), মিন্টু মাতুব্বর (৫২), সিরু মাতুব্বর (৪০), রিদয় মোল্লা (২৩), রিপন শেখ (৩৪), জালাল শেখ (৩৭), দুলাল শেখ (৩৪), রমিজ মোল্লা (৫২), লাভলু মাতুব্বর (৪৮)সহ আরও অনেকে।
এছাড়া সদরপুর উপজেলার নয়াকান্দি গ্রামের সজীব শেখ ওরফে রাজ (২৪), পলাশ শেখ (৪৭), নগরকান্দার চৌমুখা গ্রামের বিন্দাবন মণ্ডল (৪৮), লস্করদিয়া গ্রামের আইয়ুব আলী মিয়া (৫০) এবং মনিন্দ্রনাথ বিশ্বাস (৬২) গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থানা ভাঙচুর, উপজেলা পরিষদ ভাঙচুর, উপজেলা নির্বাচন অফিস ভাঙচুর এবং হাইওয়ে থানা ভাঙচুর মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
[91129
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, ‘বিভিন্ন মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে।’
এদিকে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে নেওয়ার সময় তাদের স্বজনদের আহাজারিতে থানা এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


