ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

মনোনয়ন কিনতে বৈছাআ আহ্বায়কের ফেসবুকে ‘কালেকশন পোস্ট’

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৮:৩৯ পিএম
আরাফাত হোসাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা–২ (সদর–দেবহাটা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন দাখিলের প্রস্তুতি নিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সাতক্ষীরা শাখার আহ্বায়ক আরাফাত হোসাইন। মনোনয়ন কিনতে লাগবে ১০ হাজার টাকা। আর এ কারণে মনোনয়নের টাকা সংগ্রহে তিনি ফেসবুকে ‘কালেকশন পোস্ট’ দিয়েছেন, যেটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) আহ্বায়ক আরাফাত হোসাইন ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘মনোনয়ন বাবদ কালেকশন’ শিরোনামে একটি পোস্ট দিয়ে তিনি সহযোগীদের দেওয়া অর্থের তালিকা প্রকাশ করেন। 

আরাফাতের ফেসবুক পোস্ট
মনোনয়ন বাবদ কালেকশন: রুবেল ভাই ১০০০ টাকা, আবু সাঈদ ৫০০ টাকা, তামান্না আহমেদ ভাবি ৫০০ টাকা, রেজাউল করিম ভাই ৫০০০ টাকা রবিউল ভাই ১০০০ টাকা। জনগণের টাকায় জনগণকে নিঃস্বার্থ সেবা দেওয়ার লক্ষ্যে।

পোস্টটি প্রকাশের পরই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল আলোচনা। অনেকে এটিকে ‘স্বচ্ছ উদ্যোগ’ বলে মন্তব্য করেন।

মনোনয়ন সংগ্রহের অর্থসহায়তা নিয়ে আরাফাত হোসাইনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি জনগণের সহযোগিতায়, জনগণের সামনে স্বচ্ছভাবে এগোচ্ছি। রাজনীতিকে ব্যবসা মনে করি না, সেবাই আমার লক্ষ্য। জুলাই যোদ্ধারা আমাদের শিখিয়েছেন দেশের মালিক জনগণ, আর জনগণের সবচেয়ে বড় শক্তি তাদের ভোট। যে ভোটে অন্যায়কে প্রতিহত করা যায়, ন্যায়কে প্রতিষ্ঠা করা যায়।

তিনি আরও বলেন, সাতক্ষীরা–২ আসনে দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্য দূর করতে তরুণ, নীতিবান নেতৃত্ব প্রয়োজন। যারা আমাকে সহযোগিতা করছেন, তারা আমাকে শুধু অর্থ দিচ্ছেন না, তারা আস্থার ভোট দিচ্ছেন, পরিবর্তনের ডাককে সমর্থন করছেন। আমি বিশ্বাস করি, সাতক্ষীরা–২ আসনের মানুষ জুলাই যোদ্ধাদের আদর্শে বিশ্বাস করে। তারা পরিবর্তনের পক্ষে, ন্যায়ের পক্ষে, স্বচ্ছতার পক্ষে।

এনসিপির মনোনয়ন সংগ্রহে অন্যান্য প্রার্থীরাও মাঠে থাকলেও তরুণ আরাফাতের ফেসবুক পোস্ট ঘিরে ব্যাপক আলোচনায়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ঘনিয়ে আসায় সাতক্ষীরা–২ আসনে প্রতিদ্বন্দ্বিতা ঘিরে চলেছে নানা জল্পনা–কল্পনা। তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করতে আরাফাত হোসাইন শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পান কি না সেটি এখন দেখার বিষয়।