ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

বিদেশে পাঠানোর নামে ৩২ লাখ টাকা প্রতারণা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০১:৪৮ এএম

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিদেশে নেওয়ার নামে প্রতারণা করে ৩২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দালাল চক্রের দুই সদস্য, বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন অভিযান চালিয়ে তাদের আটক করেন। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার রত্মপুর ইউনিয়নের বেলুহার গ্রামের চুন্নু শরীফের ছেলে রুবেল শরীফকে কিছুদিন আগে সৌদি আরবে পাঠায় ইমরান ভুইয়া। এই সূত্র ধরে রুবেলের বড় দুই ভাই, রাসেল শরীফ ও রাজিব শরীফকে কানাডায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে ইমরান।

পরবর্তীতে ২০২৪ সালের ৮ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ইমরান ভুইয়া, তার পিতা নুরু ভুইয়া ও তাদের পরিবারের অন্য সদস্যদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৩২ লাখ টাকা দেন রাসেল ও রাজিব। কানাডায় পাঠানোর কথা বলে প্রতারকচক্র তাদের কাছে ভুয়া ভিসা, কোম্পানির চুক্তিপত্রসহ বিভিন্ন কাগজপত্র সরবরাহ করে।

প্রতারণার ফাঁদে পড়ে রাসেল ও রাজিব পরিবারের সহায়-সম্বল বিক্রি করে কানাডায় যাওয়ার প্রস্তুতি নিলেও সময়ক্ষেপণ করতে থাকে দালালচক্র। টাকা নেওয়ার পরও দীর্ঘদিন ধরে কানাডায় না পাঠিয়ে বিভিন্ন অজুহাত দেখাতে থাকে তারা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন নুরু ভুইয়ার বাড়িতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে ফেরত পাঠানো হয়।

টাকা ফেরত চাইলে নুরু ভুইয়া ও তার ছেলে ইমরান ভুইয়া অস্বীকৃতি জানান। এ ঘটনায় রাসেল শরীফ বাদী হয়ে চলতি বছরের ১৭ জুলাই আগৈলঝাড়া থানায় নুরু ভুইয়া, ইমরান ভুইয়াসহ ছয়জনকে আসামি করে প্রতারণার মামলা (নম্বর: ৬) দায়ের করেন।

মামলার বাদী রাসেল শরীফ জানান, ‘কানাডায় পাঠানোর নাম করে ইমরান ও তার বাবা নুরু ভুইয়া আমাদের পরিবারের কাছ থেকে ৩২ লাখ টাকা নিয়েছে। প্রতারণার শিকার হওয়ায় বাধ্য হয়ে থানায় মামলা করেছি।’

অভিযুক্ত নুরু ভুইয়া গ্রেপ্তারের পর তার পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।