ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ইউআইইউ শিক্ষকদের ‘আউটকাম-বেসড এডুকেশন’বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৩:১২ এএম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসওএসই) অনুষদ শিক্ষকদের জন্য আউটকাম-বেসড এডুকেশনের (ওবিই) ওপর দিনব্যাপী একটি প্রশিক্ষণ গতকাল সোমবার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. তারেক উদ্দিন, পিইএনজি। প্রশিক্ষণ পরিচালনা করেন- ইউআইইউ স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার।