ব্র্যাক ব্যাংক সিরাজগঞ্জে সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদের জন্য নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় পরিচালিত উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। সম্প্রতি ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’-র দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ সিরাজগঞ্জের একটি হোটেলে উদ্বোধন করা হয়। বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসের নির্বাহী পরিচালক মো. শাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব স্মল বিজনেস (নর্থ) বিপ্লব কুমার বিশ্বাস।

