ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ময়মনসিংহে অবিস্ফোরিত ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০১:৪৭ এএম

ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে অবিস্ফোরিত ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশ থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর ছিদ্দিকের মোবাইলে হঠাৎ অজ্ঞাত নম্বর থেকে কল আসে। বলা হয়, ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দিতে সেখানে বোমা রাখা হয়েছে। এ সংবাদ পাওয়ার পরপরই তিনি থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ওই ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশ থেকে কাপড়ের তৈরি একটি শপিং ব্যাগে মোড়ানো থাকা অবিস্ফোরিত পাঁচটি ককটেল ও পেট্রোল বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়।

এ বিষয়ে আবু বকর ছিদ্দিক বলেন, এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদল। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। সম্প্রতি নাশতার অংশ হিসেবে ফুলবাড়িয়ায় বাসে আগুন দিয়ে চালককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ককটেল ও পেট্রোলবোমাগুলোও নাশকতার উদ্দেশ্যে রাখা হয়েছে।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, অবিস্ফোরিত পাঁচটি ককটেল ও পেট্রোলবোমাসদৃশ দুটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এগুলো কারা রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।