ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

হাসিনার রায় ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত: জাতিসংঘ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০১:৩৮ এএম
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়। ছবি- সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায়কে গত বছরের আন্দোলনে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ। তবে একই সঙ্গে আসামির অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া ও তাতে মৃত্যুদণ্ড দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

সোমবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের অনুসন্ধান প্রতিবেদনের পর থেকে সংস্থাটি আহ্বান জানিয়ে এসেছে-নেতৃত্বসহ সব দায়ী ব্যক্তিকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইনের আওতায় আনতে হবে এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

বিচার প্রক্রিয়া নিয়ে জাতিসংঘ জানায়, আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অবশ্যই ন্যায্য ও স্বচ্ছ বিচার নিশ্চিত করা জরুরি। বিশেষ করে আসামির অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ড ঘোষণার ক্ষেত্রে এই মানদণ্ড আরও কঠোরভাবে অনুসরণ করা প্রয়োজন।

বিবৃতিতে মৃত্যুদণ্ড আরোপের বিষয়ে দুঃখ প্রকাশ করে জাতিসংঘ জানায়, তারা সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে।

হাইকমিশনার ভলকার তুর্ক আশা প্রকাশ করেন, জাতীয় সংহতি ও পুনর্মিলনের লক্ষ্যে বাংলাদেশ সত্য উন্মোচন, ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের সমন্বিত প্রক্রিয়া এগিয়ে নেবে। পাশাপাশি নিরাপত্তা খাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সংস্কার আনতে হবে, যাতে ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘন রোধ হয়।

বিবৃতির শেষে রায়ের প্রতিক্রিয়ায় সকলকে শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়।