ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

বিপিএলের নিলাম থেকে নাম সরিয়ে নেওয়ার অনুরোধ তামিমের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ১০:৫০ এএম
তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।

তিনি আগামী ২৩ নভেম্বরের খেলোয়াড় নিলাম (ড্রাফট) থেকে নিজের নাম সরিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করেছেন।

বিষয়টি গতকাল রবিবার (১৬ নভেম্বর) ক্রিকবাজকে নিশ্চিত করেন দেশের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল।

তামিম বলেন, ‘হ্যাঁ, আমি বিপিএলে খেলছি না। আমি শাহরিয়ার নাফীসকে (বিসিবি ক্রিকেট অপারেশন্স ম্যানেজার) আমার নাম ড্রাফট থেকে বাদ দিতে বলেছি।’

২০১২ সালে বিপিএলের যাত্রা শুরুর পর থেকে প্রতিটি আসরে খেলেছেন তামিম ইকবাল। টুর্নামেন্টটির ইতিহাসে তিনি অন্যতম সফল ব্যাটার। বিশেষ করে ফরচুন বরিশালের হয়ে টানা দুই মৌসুমে নেতৃত্ব ও ব্যাট হাতে দলকে শিরোপা জিতিয়েছেন সাবেক এই টাগার ওপেনার।

তবে এবারের বিপিএলে না খেলার সিদ্ধান্ত খুব একটা অপ্রত্যাশিত ছিল না। কয়েকটি কারণ ইঙ্গিত দিচ্ছিল যে তামিম হয়তো সরে দাঁড়াতে পারেন—এর মধ্যে রয়েছে তার ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতি এবং স্বল্প প্রস্তুতির অজুহাতে ফরচুন বরিশালের এবারের আসর না খেলার সিদ্ধান্ত।

এর আগে, ৩৬ বছর বয়সী তামিম চলতি বছরের মার্চে একটি ঘরোয়া ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর থেকে পেশাদার ক্রিকেট থেকে দূরে আছেন। এরপর থেকেই তিনি মাঠে দ্রুত ফেরার চেয়ে সুস্থ হয়ে ওঠাকেই প্রাধান্য দিচ্ছেন।

এছাড়া সম্প্রতি তিনি বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করলেও পরে সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে ভোট থেকে সরে দাঁড়ান। ফলে অনেকের ধারণা, তিনি এখন ধীরে ধীরে মাঠের বদলে ক্রিকেট প্রশাসনেই নিজের ভবিষ্যৎ দেখতে চাইছেন।