মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে অন্তর্বর্তী সরকার এ কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, শেখ হাসিনার রায় এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চলছে। সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে।
সম্প্রতি তার বাসভবনে হামলার বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, আমার বাসায় হামলা নিয়ে আমি আতঙ্কিত নই। বরং দেশের বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে, প্রাণহানি ঘটছে এই বিষয়গুলো আমাদের উদ্বেগের। এই সহিংসতাকে রুখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
তিনি আরও বলেন, ওরা যা চেষ্টা করেছে, সেই পর্যায়ে যেতে পারবে না। অপরাধীদের মোকাবিলায় প্রশাসন যথেষ্ট সজাগ এবং প্রস্তুত।
এদিকে, রায়কে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


