ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

টিএসসিতে বড় পর্দায় হাসিনার রায় সম্প্রচার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০১:৪৩ পিএম
শেখ হাসিনার মামলার রায় বড় পর্দায় সরাসরি দেখনো হচ্ছে। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে বড় পর্দায় দেখানো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায় ঘোষণা কার্যক্রম, যেখানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় দেওয়া হচ্ছে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে রায় ঘোষণার সময় টিএসসিতে সাধারণ শিক্ষার্থী, রাজনৈতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। রায় সম্প্রচারের সময় সেখানে বিভিন্ন স্লোগানও শোনা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুজ্জামান নূর আলভী বলেন, আমরা এখানে এসেছি রায়টি প্রত্যক্ষ করার জন্য। দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, আর জুলাইয়ের ঘটনাগুলোর পর আমরা এই রায়ের মাধ্যমে বিচার দেখতে চাই।

একইভাবে, আরেক শিক্ষার্থী উবায়দুর রহমান হাসিব বলেন, জুলাইয়ের ঘটনায় আমরা আমাদের সহপাঠীকে হারিয়েছি। সেই ঘটনার বিচার হবে কি না, সেটি জানতেই আমরা এ রায়টি প্রত্যক্ষ করছি।

উল্লেখ্য, গণহত্যা, হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলার রায় ঘোষণা করছেন ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বিচারিক বেঞ্চ।