ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

রাজধানীতে নাশকতার পরিকল্পনায় আ.লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০২:৫৩ পিএম
প্রতীকী ছবি

রাজধানীতে নাশকতার পরিকল্পনা, ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৭ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনা, আকস্মিক মিছিল এবং ককটেল বিস্ফোরণের প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত কাঠামো ও সহযোগী সংগঠনের অন্তত ২৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন,জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। রাজধানীতে যাতে কোনও ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনা, হাইকোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্য।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যেকোনো নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা।