ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

হাসিনার ফাঁসির রায়ে গাজীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৪:২৭ পিএম
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে গাজীপুরের কোনাবাড়ীতে আনন্দ মিছিল। ছবি- রূপালী বাংলাদেশ

গত বছরের জুলাই–আগস্টে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে টিভির পর্দায় রায় ঘোষণার পর গাজীপুরের কোনাবাড়ী থানা বিএনপি আনন্দ মিছিল বের করে। এ সময় তারা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে গাজীপুরের কোনাবাড়ীতে মিষ্টি বিতরণ। ছবি- রূপালী বাংলাদেশ

এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. রেজাউল করিম মাস্টার, সেলিম সরকার, কোনাবাড়ী থানা যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম এবং কোনাবাড়ী থানা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।