ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রেমিট্যান্স যোদ্ধার

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৬:১৬ পিএম
প্রতীকী ছবি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের রেমিট্যান্স যোদ্ধা মিজানুর রহমান (২৬। পারিবারিক সূত্রে জানা গেছে, তার মরদেহ আগামীকাল দুপুরে গ্রামের বাড়ি বাগুটিয়ায় পৌঁছাবে।

অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরাতে প্রায় ১৫ মাস আগে সৌদিতে পাড়ি জমান মিজানুর। কঠোর পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন ছিল তার, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। পরিবার এখন গভীর শোকে মুহ্যমান।

নিহত মিজানুর বিবাহিত। তিনি স্ত্রী ও দুই বছরের এক সন্তানসহ পরিবার রেখে গেছেন। জানা যায়, গত ১০ অক্টোবর সৌদিতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। এরপর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।