মাদারীপুরের রাজৈরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি সুজন বেপারীকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে মাদারীপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে, রোববার (১৬ নভেম্বর) বিকেলে আটকের পরে রাতে আসামিকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়।
গেপ্তার সুজন রাজৈর উপজেলার নড়ারকান্দি গ্রামের জলিল বেপারীর ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর সকাল ১০ টার দিকে শিশুটিকে ফুঁসলিয়ে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে নিয়ে ধর্ষণ করে এবং কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায় শিশুটি। তাকে চিকিৎসার জন্য প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় গত শুক্রবার (১৪ নভেম্বর) রাতে শিশুটির মা বাদী হয়ে রাজৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগেই পালিয়ে যায় ধর্ষক সুজন। পরবর্তীতে রোববার (১৬ নভেম্বর) বিকেল ৫ টার দিকে মাদারীপুর র্যাব-৮ ও গোপালগঞ্জের ভাটিয়াপাড়া ক্যাম্প র্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে মুকসুদপুর উপজেলার দিগনগর বাঘাদিয়া এলাকা থেকে তাকে আটক করে এবং রাতে রাজৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মাদারীপুরের রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘গ্রেপ্তার আসামিকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।’



