ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

জকসু নির্বাচনে সমন্বিত প্যানেল ঘোষণা করল ছাত্রদল

জবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৮:১৭ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা। ছবি- রূপালী বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল। বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ এবং ক্যাম্পাসে জনপ্রিয় সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’।

এই প্যানেল থেকে ভিপি পদে লড়বেন বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, জিএস পদে সাইবার নিরাপত্তা মামলায় কারাবরণ করা ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরা এবং এজিএস পদে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য আতিকুর রহমান তানজীল।

সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমন্বিত এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির মুকুল।

ঘোষিত প্যানেলের ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জিএস পদপ্রার্থী খাদিজাতুল কুবরা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এজিএস পদপ্রার্থী তানজীল আহমেদ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সমন্বিত প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিব লড়বেন।

এ ছাড়া সাতটি সদস্য পদের মধ্যে ছয়টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আরেকটি সদস্যপদের প্রার্থী পরবর্তীতে ঘোষণা করা হবে। সদস্য পদে লড়বেন ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম এবং মো. আরিফুল ইসলাম আরিফ।

প্যানেল ঘোষণার পর ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সকল অধিকার বাস্তবায়নে আমাদের এই প্যানেলে যে নাম ঘোষণা করেছি, সেই মনোনীত সদস্যরা জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রচেষ্টা চালাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যাদেরকে প্যানেলে রেখেছি, তারা বিগত সময়ে শিক্ষার্থী বান্ধব কাজ, আন্দোলনসহ সকল কর্মকাণ্ডে মেধা-মনন দিয়ে অংশগ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মূল্যায়ন করবে।’

আগামী ২২শে ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো নির্বাচনে জয়ী হতে মরিয়া ছাত্রদল এবং অন্যান্য সক্রিয় ছাত্রসংগঠন।