ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

হাসিনার ফাঁসির রায়ে বাগেরহাটে মিষ্টি বিতরণ 

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৭:১২ পিএম
হাসিনার ফাঁসির রায়ে বাগেরহাটে মিষ্টি বিতরণ । ছবি- রূপালী বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়ায় মিষ্টি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 

সোমবার (১৭ নভেম্বর) বিকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী ট্রাফিক মোড়সহ শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এস এম সাদ্দাম, যুগ্ম সদস্য সচিব শেখ বাদশা, মেসবাহুল আরফিন, রবিউল ইসলাম ফয়সাল, হৃদয়, ইকবাল হোসেন শুভ, রনি প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আহবায়ক সাদ্দাম হোসেন বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা ছাত্র-জনতা ও সাধারণ মানুষের বুকে গুলি চালিয়ে দুই হাজার মানুষ হত্যা করেছে। হাসিনার এ ফাঁসির রায় গণমানুষের প্রত্যাশা পূরণ করেছে। যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ভারত থেকে এনে এ রায় কার্যকর করার আহবান জানাই সরকারের কাছে।

যুগ্ম সদস্য সচিব শেখ বাদশা জানান, এই রায়ে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। এই রায় কার্যকর হলে বাংলাদেশের আপামর জনতার প্রত্যাশা পরিপূর্ণ হবে। আমরা চাই, খুব তাড়াতাড়ি শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এনে দ্রুত তার ফাঁসি কার্যকর করা হোক।