ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না আঁঁখির

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৮:০৩ পিএম
১০০ শয্যা বিশিষ্ট চরফ্যাশন হাসপাতাল। ছবি- রূপালী বাংলাদেশ

ভোলার চরফ্যাশনে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অটোরিকশা চাপায় আঁখি নূর (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকাল ৫টায় উপজেলার দক্ষিণ আইচা থানার বাবুরহাট এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত আঁখি নূর স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী এবং নজরুলনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শারেক খালি এলাকার বোরাক চালক আরিফের মেয়ে।

শিশুর দাদি শাহানুর বেগম জানান, বিকাল ৫টায় তার নাতনি আখি নূর স্থানীয় বাবুরহাট বাজারে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে বিশ্বাস বাড়ী সংলগ্ন স্থানে এলে একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। সহপাঠীরা ঘটনাটি তাদেরকে জানালে তারা আঁখি নূরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

দক্ষিণ আইচা থানার ওসি মো. এরশাদুল হক ভূঁইয়া বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’