নিখোঁজের ২০ বছর পর নিজ ঘরে সালাউদ্দিন, উচ্ছ্বসিত পরিবার
জুলাই ৩০, ২০২৫, ০৭:৪১ পিএম
২০০৫ সালের এক বৃহস্পতিবার সকাল। ঢাকার মোহাম্মদপুর থেকে গাজীপুরে মেজ মেয়ের বাসায় বেড়াতে বের হন ৩৫ বছর বয়সের সালাউদ্দিন ফরাজি। তারপর থেকেই তিনি নিখোঁজ। বহু খোঁজাখুঁজি, থানায় জিডি, আত্মীয়-স্বজনের কাছে যোগাযোগ—সবকিছুই করেন তার পরিবার। কিন্তু কোনো কূলকিনারা মেলেনি।
অবশেষে দীর্ঘ ২০ বছর পর খোঁজ মিলেছে ৬৫ বছরের বৃদ্ধ সালাউদ্দিন ফরাজির। ফিরে এলেছেন নিজ...