ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো. আনমদ (২)। সে ওই গ্রামের মো. মোসলেউদ্দিনের ছেলে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সিকদারহাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে খেলাধুলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আনমদ। কিছুক্ষণ পর পুকুরের পানিতে ভেসে ওঠে শিশুটি।
স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে বাংলাবাজার চেম্বার এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. কবির সোহেল শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন