পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার উৎসব
আগস্ট ৩১, ২০২৫, ১১:০৫ এএম
সকাল থেকেই পুকুরপাড়ে মাছ শিকারিদের তোড়জোড়। কারো হাতে বড়শি, কারো হাতে মাছের খাবার। আবার কেউ রোদ থেকে বাঁচতে ছাতা নিয়ে আসন গেড়েছেন পুকুরপাড়ে। বড়শিতে টোপ ফেলে অপেক্ষা করছেন শিকারিরা। কোনো ধ্যান-জ্ঞান নেই, একটাই শুধু দৃষ্টিÑ কখন পাটকাঠিটি তলিয়ে যায়। আর তখনই কারিশমা করে ছিপ হাতে জোরে টান। শুধু তাই নয়,...